Logo
Logo
×

সারাদেশ

মহানবিকে (সা.) কটূক্তি

ভারতের সেই পুরোহিতের শাস্তি দাবিতে বিক্ষোভ অব্যাহত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৫:০৮ এএম

ভারতের সেই পুরোহিতের শাস্তি দাবিতে বিক্ষোভ অব্যাহত

বিক্ষোভ

মহানবি হযরত মুহাম্মদ (সা.) এর কটূক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়নকে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান-

ময়মনসিংহে সমাবেশে বক্তব্য দেন আনন্দমোহন কলেজ শিক্ষার্থী কাজী আরিফ, মাহাদী হাসান তারেক, খালিদ মামুদ, জুলহাস আকবার, ফারহান চৌধুরী, হাসিবুল ইসলাম হৃদয়, আনিম আমিন। গৌরীপুরে সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’র সভাপতি মুফতি মাওলানা মো. নাযিম উদ্দিন। বক্তব্য দেন জামিয়া রাহমানিয়া দারুল উলুম রামগোাপালপুরের প্রধান মুফতি শায়খুল হাদিস কামাল হুসাইন, হাফেজ আবুল কালাম, মাওলানা ফরিদ আহমাদ, মাওলানা মো. বেলাল হুসাইন।

ঈশ্বরগঞ্জে সমাবেশে বক্তব্য দেন ইত্তেফাকুল উলামা উপজেলা সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজল, সম্পাদক মাওলানা মাহমুদুল হক আজীজি, মুফতি হাবিবুল্লাহ নাঈম, মাওলানা মাহফুজুর রহমান। রাণীনগরে চকাদিন সুবহানিয়া দারুল উলুম মাদ্রাসার মুহ্তামিম মুফতি আব্দুর রউফের সার্বিক তত্ত্ববধায়নে ও কাজী মোজাফ্ফর রহমানের সভাপতিত্বে সমাবেশ হয়েছে। এতে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমির মোস্তফা ইবনে আব্বাস, আল্-মাদরাসাতুল কাসেমিয়া বায়তুল ইহসান কওমি মাদ্রাসার মুহ্তামিম আনোয়ার হোসেন। আগৈলঝাড়ায় সভায় বক্তব্য দেন মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা জামান সরোয়ার জামিল, মোহাম্মদ সেলিম পাইক, মো. তাসদীদ হায়দার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম