সোনাগাজী প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৩:২৪ এএম
![সোনাগাজী প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/02/3-(25)-66fc68933d812.jpg)
সোনাগাজী প্রেস ক্লাবের আহ্বায়ক
সোনাগাজী প্রেস ক্লাবের ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সংগ্রাম প্রতিনিধি মাহমুদুল হাসান আহ্বায়ক, প্রথম আলো প্রতিনিধি আমজাদ হোসাইন যুগ্ম আহ্বায়ক, যুগান্তর প্রতিনিধি জাবেদ হোসাইন মামুন সদস্য সচিব, সদস্য ওমর ফারুক ও আলমগীর হোসেন।
৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
সোমবার সন্ধ্যায় সাংবাদিক শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্ত সোনাগাজী প্রতিনিধি সাইফুল আলম হিরন, এন আবছার সোহাগ ও সালাহ উদ্দিন।