Logo
Logo
×

সারাদেশ

তুমব্রুতে কোটি টাকার আইস জব্দ

Icon

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১১:০৮ পিএম

তুমব্রুতে কোটি টাকার আইস জব্দ

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর চিকন পাতা বাগানের পাহাড়ে ৩৪ বিজিবি অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার ৩৪ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিওপির বিশেষ টহল দল বিওপি থেকে উত্তর-পশ্চিমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর চিকন পাতা বাগানের পাহাড়ে ৩৪ বিজিবি অভিযান চালিয়ে মালিকবিহীন ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে।

যার আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা বলে জানা যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ আইস কক্সবাজার ব্যাটালিয়ন সদরে জমা করা হবে বলে জানায় বিজিবি।

৩৪ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকীর নেতৃত্ব নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তুমব্রুর বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়। এ সময় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় বিজিবির অভিযানের খবর পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য সীমান্তের মাদক পাচারকারীরা অবৈধ পন্থায় পার্শ্ববর্তী মিয়ানমার থেকে এনে অন্যত্রে পাচারের জন্য চেষ্টা করেছিল। বিজিবির অভিযান ও কঠোরতায় মাদক পাচারকারীরা সফল হতে পারেনি।

উল্লেখ্য, সীমান্তে বিজিবির এমন মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনায় বিজিবিকে সাদুবাদ জানিয়ে বিজিবিকে সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম