Logo
Logo
×

সারাদেশ

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু

শহিদ আরিফের লাশ দাফন দাগনভূঞায়

Icon

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১০:৪৪ পিএম

শহিদ আরিফের লাশ দাফন দাগনভূঞায়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহিদ সাইফুল ইসলাম আরিফের লাশ মঙ্গলবার দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দাফন করা হয়েছে। 

সিন্দুরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জাহাঙ্গীর আলম স্বপনের সঞ্চালনায় জানাজায় বক্তব্য দেন, উপজেলা ভূমি কর্মকর্তা শাহিদুল ইসলাম, জামায়াতের সেক্রেটারি মুফতি আবদুল হান্নান, বিএনপির জেলা যুগ্ম আহবায়ক ইয়াকুব নবী, গাজী মানিক।

এ সময় শোকাবহ পরিবেশে হাজারো জনতা সাইফুল ইসলাম আরিফকে শেষ বিদায় জানান। 

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে ৪ আগস্ট চট্টগ্রামে সিআরবি রোডে মাথায় গুলি লাগলে লুটিয়ে পড়েন সাইফুল। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিএমএইচে আইসিইউতে ভর্তি করা হয়। সোমবার তিনি মারা যান। সাইফুল দাগনভূঞার কৌশল্যা গ্রামের আলতাফ হোসেনের একমাত্র ছেলে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম