কলেজছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, প্লাস দিয়ে তুলল দাঁত
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৭:২৩ পিএম
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ইলিয়াস হাওলাদার (২২) নামের এক কলেজছাত্রকে অপহরণ করার ঘটনা ঘটেছে। তাকে অপহরণের পর ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এমনকি প্লাস দিয়ে তার দাঁত তুলে ফেলা হয়।
সোমবার বিকালে মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, মঠবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের আরামবাগ গাজী বাড়ির জামে মসজিদসংলগ্ন বহেরতলা খালের পাড়ে দাঁড়ানো অবস্থায় ছিল ছেলেটি। জিআই পাইপ, চাইনিজ কুড়াল, হাতুড়ি, প্লাস নিয়ে একত্রিত হয়ে এলোপাথাড়িভাবে কিল-ঘুসি মেরে মুখ বেঁধে জোর করে মোটরসাইকেলে অপহরণ করে মঠবাড়িয়ার সাফা গ্রামে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরবর্তীতে তার ভগিনীপতি বাদল হোসেনের কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
দাবিকৃত মুক্তিপণের টাকা না পেয়ে তাদের সঙ্গে থাকা প্লাস দিয়ে ১টি দাঁত তুলে ফেলে। অপর ১টি দাঁত তোলার চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে অপহরণকারীরা ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মঠবাড়িয়া সরকারি হাসপাতালে নিয়ে যান।
ভুক্তভোগীর বোন সালমা বেগম বাদী হয়ে রাতে একটি মামলা করেন। তিনি জানান, আসামিদের পরিবারকে জানানো হলে তারা মুমিনের ভাই মিশাতকে বের করে দিতে বলে। পরে থানায় নিয়ে চাপ প্রয়োগ করলে মুবিন বাহিনী ভিকটিমকে চরখালীর কাছাকাছি একটি নির্জন স্থানে রেখে পালিয়ে যায়।
বিষয়টি সম্পর্কে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রাজিব বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক মঠবাড়িয়া থানা পুলিশ ও স্বজনদের সহযোগিতায় ইলিয়াসকে উদ্ধার করা হয়েছে। একটি অপহরণ মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে।