Logo
Logo
×

সারাদেশ

ছাত্র-জনতার আন্দোলনের মামলায় সাবেক পৌর কাউন্সিলর পলাশ গ্রেফতার

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম

ছাত্র-জনতার আন্দোলনের মামলায় সাবেক পৌর কাউন্সিলর পলাশ গ্রেফতার

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একটি মামলায় জয়পুরহাট পৌরসভার সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।

সোমবার দুপুরে জয়পুরহাটের পৌর শহরের সাহেবপাড়া মহল্লার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হায়দার আলী পলাশ জয়পুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক শাহেদ আল মামুন জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে মিনকুল হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর তিনি নিজেই বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ৩২৮ জন নামীয় আসামিসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৩৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশ ৩০০ নম্বর আসামি। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম