Logo
Logo
×

সারাদেশ

রামেক হাসপাতালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম

রামেক হাসপাতালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত মোসা. শোভা (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

ওই গৃহবধূর বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়। তিনি ডেঙ্গু পজিটিভ ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছয় দিন ধরে শারীরিক দুর্বলতা ও বমি বমি ভাব ছিল শোভার। রোববার বিকালে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল দেখে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

পরিচালক আরও জানান, সোমবার সকাল ৮টার আগে ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৪ জন ডেঙ্গু রোগী।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম