Logo
Logo
×

সারাদেশ

নাটোরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ১০ বছরের আটকাদেশ

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ পিএম

নাটোরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ১০ বছরের আটকাদেশ

নাটোরে সাত বছর বয়সি এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে ১০ বছরের আটক আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

এ সময় অভিযুক্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। ঘটনার সময় দণ্ডপ্রাপ্ত আসামির বয়স ছিল ১৭ বছর। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের টলটলিয়া পাড়ার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার সময় সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া বাজারে মুদিখানা দোকান থেকে ওই শিশুকে ডেকে নিয়ে প্রতিবেশী আতর আলীর আমের বাগানে নিয়ে ধর্ষণচেষ্টা করে আব্দুর রহমান। এ ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে তার স্বজনদের ঘটনাটি জানালে শিশুটিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির দাদা নুরুন্নবী বাদী হয়ে আব্দুর রহমান ও তার সহযোগী মাসুমকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। মামলাটি তদন্ত করে আব্দুর রহমানকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।

মামলার প্রায় ৯ বছর পর সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। তিনি বলেন, অভিযুক্ত আসামি আব্দুর রহমানের বয়স বর্তমানে ২৫ বছর হলেও অপরাধ সংঘটনের সময় তার বয়স ছিল ১৭ বছর। এ বিবেচনায় বিচারক তাকে জেল না দিয়ে আটকাদেশ দিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম