Logo
Logo
×

সারাদেশ

সাইবার ট্রাইব্যুনালের মামলায় অব্যাহতি পেলেন সাবেক উপমন্ত্রী দুলু

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম

সাইবার ট্রাইব্যুনালের মামলায় অব্যাহতি পেলেন সাবেক উপমন্ত্রী দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলা খারিজ করে তাকে অব্যাহতি দিয়েছেন আদালতের বিচারক।

রোববার দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করেন আসাদুল হাবিব দুলু। আসামিপক্ষের প্রায় ২৫ জন আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে মামলাটি খারিজ করে তাকে খালাস প্রদান করেন বিচারক ড. মো. আবদুল মজিদ।

এর আগে ২০২৩ সালে ১৩ সেপ্টেম্বর লালমনিরহাট সদর থানায় বঙ্গবন্ধুকে নিয়ে ডিজিটাল মাধ্যম তথা ফেসবুকে ব্যঙ্গাত্মক ও কটূক্তিমূলক প্রোপাগান্ডা ও প্রচারণা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মাহফুজ উন নবী ডন ও রেজেকা সুলতানা ফেন্সি।

বিএনপি মামলায় অব্যাহতি সাইবার ট্রাইব্যুনাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম