Logo
Logo
×

সারাদেশ

টয়লেটে ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম

টয়লেটে ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের হকার্স মার্কেট এলাকায় অলি মিয়া (৭০) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার দিবাগত রাতে হকার্স মার্কেটের টয়লেটের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত অলি মিয়া শহরের উত্তর পৈরতলা এলাকার বাসিন্দা। তিনি হকার্স মার্কেটে শৌচাগার পরিচালনার দায়িত্বে ছিলেন। 

হাসপাতাল সূত্র ও নিহত অলি মিয়ার স্বজন মো. সান্দির জানান, অলি মিয়া গত ৫ বছর ধরে হকার্স মার্কেটে শৌচাগার পরিচালনার দায়িত্ব পালন করে আসছিলেন। শনিবার হকার্স মার্কেট সাপ্তাহিক বন্ধছিল। তাই বিকালে অলি মিয়া তার নিজ বাড়ি থেকে বের হয়ে হকার্স মার্কেটে আসেন। সন্ধ্যার পর মার্কেটের এক চায়ের দোকানির মাধ্যমে পরিবারের সদস্যরা খবর পান যে, কে বা কারা অলি মিয়াকে ছুড়িরাঘাত করেছে। 

খবর পেয়ে পরিবারের সদস্যরা হকার্স মার্কেটে আসেন। পরে সেখানে টয়লেটের ভেতর থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে যেখানে চিকিৎসা শুরু হওয়ার আগেই মারা যান তিনি। 

নিহত অলি মিয়ার নাতজামাই মো. সান্দির জানান, আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, অলি মিয়া হর্কাস মার্কেট এলাকাতেই থাকতেন। রাতে কে বা কারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম