Logo
Logo
×

সারাদেশ

ভারতে অনুপ্রবেশকালে ২ শিশুসহ আটক ৫

Icon

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম

ভারতে অনুপ্রবেশকালে ২ শিশুসহ আটক ৫

দিনাজপুরের বিরলে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সীমান্ত এলাকা থেকে ২ জন শিশুসহ ৫ জনকে আটক করেছেন বিজিবি সদস্যরা।

বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির ৩২৯নং মেইন পিলারের ৮নং সাব-পিলার সংলগ্ন মৌচুষা গ্রামের দীঘিপাড়া এলাকায় শনিবার রাত পৌনে ১টার দিকে বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন- দিনাজপুর জেলার খানসামা উপজেলার টাঙ্গুয়া গ্রামের প্রভাষ চন্দ্র রায়ের ছেলে পঞ্চানন রায় (৩৩), তার স্ত্রী তাপসী রানী রায় (২৮), তাদের শিশুসন্তান দিপ্ত চন্দ্র রায় (৩), বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে তপু চন্দ্র রায় (১৯) এবং রাজশাহী জেলার গোদাবাড়ী উপজেলার বৃন্দাবনপুর গ্রামের হরেন হেমরমের ছেলে পাওলিনা হেমরম (১৪)।

বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আটক হয় তারা। বিজিবির সদস্যরা রোববার সকালে আটককৃতদের বিরল থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে বিরল থানায় একটি মামলা হয়েছে।

এ বিষয়ে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ৫ জনের মধ্যে ২ জন শিশুকে তাদের স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম