সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৮ পিএম
![সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/28/Teacher-66f7e3ad1bc54.jpg)
জকিগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে সহকারী শিক্ষকবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল হক সাজুর সঞ্চালনায় মানববন্ধনে বর্তমান বেতন গ্রেড ১৩ তম থেকে ১০ম গ্রেডে উন্নীতের দাবির পক্ষে বিভিন্ন যৌক্তকতা তুলে ধরে বক্তারা।
বক্তব্য রাখেন ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল হালিম, শিক্ষক আব্দুল হালিম, আব্দুল হক, সাহাবুদ্দিন, মাসুদ আলম, দিপ্তী বিশ্বাস, ইউনুস আলী, মোক্তার হোসেন, আব্দুল বাছিত, জামিল আহমদ, মারুফ আহমদ সুমন, মো আল আমিন, রুবেল আহমদ, তারেক খান, আফজল হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকবৃন্দ।