Logo
Logo
×

সারাদেশ

রাঙামাটিতে নানা অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম

রাঙামাটিতে নানা অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগের দায়ে রাঙামাটির বাঘাইছড়ি পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু জায়েদকে দলের সব পদ-পদবি হতে সাময়িক অব্যাহতি দিয়েছে রাঙামাটি জেলা বিএনপি। 

বৃহস্পতিবার জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ স্বাক্ষরে দেওয়া এক দলীয় বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

এতে বলা হয়েছে- বাঘাইছড়ি পৌর এলাকায় দলীয় অভ্যন্তরীণ একাধিক ঘটনায় আবু জায়েদ সরাসরি জড়িত। তিনি নিজ স্বার্থে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, দখলদারিত্ব, চাঁদাবাজি, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলের নেতাকর্মীকে শারীরিক নির্যাতনসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থি বিভিন্ন অপকর্মে লিপ্ত। 

বাঘাইছড়ি পৌর বিএনপি ও উপজেলা যুবদলের নেতারা ২৪ সেপ্টেম্বর এসব সুস্পষ্ট লিখিত অভিযোগ দিয়েছেন। 

এ ধরনের অপকর্ম হতে বিরত থাকতে কেন্দ্রীয় ও জেলা বিএনপির পক্ষে দলের সব নেতাকর্মীকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে; কিন্তু এরপরও আবু জায়েদের সব কর্মকাণ্ড গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলাবিরোধী হওয়ায় দলের গঠনতন্ত্র ৫(গ) ধারা মোতাবেক তাকে দলের দায়িত্বশীল সব পদ-পদবি হতে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম