মোবাইল চুরি নিয়ে বিরোধ
ভান্ডারিয়ায় শ্রেণিকক্ষে হামলার শিকার স্কুলছাত্রের মৃত্যু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০১ এএম
ভান্ডারিয়া বিদ্যালয়ে শ্রেণিকক্ষে মোবাইল ফোন চুরির ঘটনা নিয়ে বিরোধের জের ধরে হামলার শিকার শাওন খান নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
গত ২৪ সেপ্টেম্বর ওই স্কুলছাত্র প্রতিপক্ষদের হামলার শিকার হয়। নিহত স্কুলছাত্র শাওন উপজেলার তেলিখালী গ্রামের জেলে শাহীন খানের ছেলে। সে স্থানীয় তেলিখালী মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র। জানা গেছে, গত ১ জুলাই স্কুলছাত্র শাওন নিজের একটি মোবাইল ফোন নিয়ে স্কুলে যায়। মোবাইলটি শ্রেণিকক্ষে বসে সহপাঠী কেউ চুরি করে। পরে শাওন তার সহপাঠী স্থানীয় সাবেক ইউপি সদস্যের ছেলে শাহেদ বীনকে সন্দেহ করে। শাওন বিষয়টি নিশ্চিত হয়ে শ্রেণি শিক্ষক আবুল হোসেনের কাছে অভিযোগ দেয়। পরে শ্রেণি শিক্ষক অভিযুক্ত ছাত্র শাহেদ বীনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। তবে শাওন ওই জরিমানার টাকা বুঝে পায়নি। এ নিয়ে সহপাঠী শাহেদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে সহপাঠী শাহেদ তার কয়েকজন সহযোগী নিয়ে গত ২৪ সেপ্টেম্বর বেড়িবাঁধে শাওনকে আটকে মারধর করে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত শাওনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।