বাড়ির পাশের নদীতে সাঁতার শিখতে গিয়ে লাশ হলেন বাবা-মেয়ে
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম
ছবি : সংগৃহীত
মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীতে থেকে ভাসমান অবস্থায় বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে ধলেশ্বরী নদীর খেয়া ঘাট থেকে তাদের উদ্ধার করা হয়ে। এর আগে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তারা।
নিহতরা হলেন- বাবা ব্যবসায়ী মো. মহিদুর রহমান (৫০) এবং মেয়ে রাফসা (১২)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইস্তিয়াক আহমেদ।
স্থানীয়রা জানান, উপজেলার বায়রা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের ব্যবসায়ী মহিদুর রহমান বুধবার সকালে তার মেয়ে রাফসাকে (১২) সাঁতার শেখাতে বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে নিয়ে যান। এসময় রাফসার পেটে দুটি বোতল বেঁধে নদীতে ছেড়ে দেন। কিছুক্ষণ পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে রাফসা পানিতে ডুবে যায়। মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবা মহিদুরও ডুবে যান। এরপর খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০জন এবং ডুবুরি দলের ৫ সদস্য তাদের উদ্ধারে কাজ করেন। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা বুধবার সারাদিন চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি বাবা-মেয়েকে।
এরপর বৃহস্পতিবার সকালে আবার উদ্ধার কাজে নামেন স্থানীয়রা। সকালে বড় বরশি দিয়ে নদীর দুপাশে থেকে টানার এক পর্যায়ে মেয়ে রাফার জামায় বরশি আটকে গেলে তাকে ওপরে তোলা হয়। এর কিছু দূরে মহিদুরের মুখে বরশি আটকে গেলে তাকেও উদ্ধার করা হয়।