Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

Icon

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম

সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

বিজিবির হাতে আটক ভারতীয় নাগরিক। ছবি: যুগান্তর

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বাগভান্ডার সীমান্তে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করেছে বিজিবি।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে দুই ভারতীয় নাগরিক আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৫৭ নিকট দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোটহাট বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকে। 

বিষয়টি বিজিবি জানতে পেয়ে বাগভান্ডার বিওপির নিয়মিত টহল সীমান্তবর্তী দলভিটা নামক স্থানে তাদেরকে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা বাংলাদেশি নাগরিক বলে জানায়। কিন্তু বিষয়টি বিজিবির সন্দেহ হলে একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও অপরজনকে আটক করে বিজিবি।

আটক ভারতীয় নাগরিকের নাম মো. মোজাফফর হোসেন (৪৮)।  তিনি ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মাদারগঞ্জের বাসিন্দা।

আটকের বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট ১৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আসিফুল ইসলাম সিদ্দিকী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম