Logo
Logo
×

সারাদেশ

আন্দোলনে নিহত সাটুরিয়ায় শহিদ সাদ চত্বর উদ্বোধন

Icon

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম

আন্দোলনে নিহত সাটুরিয়ায় শহিদ সাদ চত্বর উদ্বোধন

ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত শহিদ আফিকুল ইসলাম সাদের নামে শহিদ সাদ চত্বর উদ্বোধন করা হয়েছে। 

সাটুরিয়া দড়গ্রাম বাজারের বকুলতলাকে শহিদ সাদ চত্বর হিসাবে সম্প্রতি ঘোষণা দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আফরোজা খান রিতা। পরে বুধবার উপজেলা বিএনপির অঙ্গ-সংগঠনের নেতারা শহিদ সাদ চত্বরের উদ্বোধন করেন। 

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান খান রোকন, যুগ্ম-সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিপ্লব, উপজেলা যুবদলের আহবায়ক আমির হামজা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিন উজ্জামান আফিকুল ইসলাম সাদের বাবা শফিকুল ইসলাম।

শহিদ সাদ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের শফিকুল ইসলামের বড় ছেলে ও সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। ৫ আগস্ট ধামরাইয়ে গুলিতে গুরুতর আহত হয়ে ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম