Logo
Logo
×

সারাদেশ

আড়াই মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম

আড়াই মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আড়াই মাস বন্ধ থাকার পর ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। মেসার্স প্রিয়ম এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান আলু আমদানি করেছে। 

বুধবার দুপুরে ভারত থেকে দুই ট্রাক আলু আমদানি হয়। দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে এসব আলু আমদানি করেছেন বলে জানান আমদানিকারক প্রতিনিধি।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি পারভেজ হোসেন বলেন, দেশের বাজারে আলুর দাম ঊর্ধ্বগতি তাই বাজার নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে আলু আমদানি শুরু করেছি। প্রথম দিনে ভারতীয় দুই ট্রাকে ৪৭ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। এসব আলু ভারতের জলপাইগুড়ি থেকে আমদানি করা হয়েছে। আমদানি বাড়লে দেশের বাজারে আলুর দামটা অনেক কমে আসবে। দীর্ঘ আড়াই মাস পর কম শুল্কে আজকে ভারত থেকে আলু আমদানি করা হয়েছে। বর্তমান দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে মূলত এ আমদানি করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম