Logo
Logo
×

সারাদেশ

শাহজাদপুর পৌরসভা, মেয়র পদে বিএনপি নেতা শামীমের আগাম প্রার্থিতা!

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১ পিএম

শাহজাদপুর পৌরসভা, মেয়র পদে বিএনপি নেতা শামীমের আগাম প্রার্থিতা!

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন শামীম নিজেকে শাহজাদপুর পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন।

মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদে অবস্থিত তার মেসার্স অভিলাস ডেইরি ফার্মে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৭৯ সালে আমি শাহজাদপুর উপজেলা ছাত্রদলের যথাক্রমে দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছি। এরপর স্বেচ্ছাসেবক দলেন সভাপতি ও ২০০৩ সালে শাহজাদপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২০০৯ সালে শাহজাদপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলাম। এ সময় আমি দলের জন্য ও নেতাকর্মীদের জন্য ব্যাপক কাজ করেছি। বিএনপির দুর্দিনে নিজের পকেটের টাকাপয়সা খরচ করে দলের কাজ করেছি ও এখনো করছি।

তিনি বলেন, শাহজাদপুর পৌরসভা গঠিত হওয়ার পর প্রথম অনুষ্ঠিত নির্বাচনে আমি নিজেকে প্রার্থিতা ঘোষণা করি; কিন্তু সে সময় শাহজাদপুর উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি আনোয়ার হোসেন মানিক প্রার্থী হওয়ায় বিএনপি নেতাদের অনুরোধে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই এবং আনোয়ার হোসেন মানিকের পক্ষে কাজ করি। সেবার মানিক চাচা পরাজিত হন; কিন্তু আমি ওই নির্বাচনে প্রার্থী হলে অবশ্যই বিপুল ভোটে নির্বাচিত হতে পারতাম।

তিনি আরও বলেন, আগামীতে দেশ স্থিতিশীল অবস্থায় দাঁড়াবে এবং দেশের জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত হবে। আমি সেই নির্বাচনে শাহজাদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। সেই আলোকে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে এলাকাবাসীর কাছে নিজেকে আগামী শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করছি।

সংবাদ সম্মেলনে শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুণ্ডু, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম