Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় দুই সাংবাদিককে জড়িয়ে ২৪ জনের বিরুদ্ধে মামলা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম

বগুড়ায় দুই সাংবাদিককে জড়িয়ে ২৪ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংগঠনের সভাপতি, সম্পাদক ছাড়াও দুই সাংবাদিককে জড়িয়ে ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সংগঠনের সদস্য মানিক শেখ সোমবার বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

বিচারক সুকান্ত সাহা শুনানি শেষে ২৯ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পিবিআই বগুড়াকে নির্দেশ দিয়েছেন। এ নিয়ে বগুড়ায় কর্মরত ২১ সাংবাদিকের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধারায় বেশ কয়েকটি মামলা করা হলো।

মামলার অন্যতম আসামিরা হলেন-বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মন্ডল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সদস্য সচিব মো. সোহাগ, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওসমান আলী, বগুড়া জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সাবেক নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অবজারভারের বগুড়া জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এএইচএম আখতারুজ্জামান, আন্তঃজেলা ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাবেক নির্বাচন কমিশনার তৌফিক হাসান ময়না, আওয়ামী লীগ নেতা আবদুল করিম, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি আমজাদ হোসেন মিন্টু প্রমুখ।

এদিকে মামলায় দুই সাংবাদিককে জড়ানো নিয়ে অন্য সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। তারা এসব মিথ্যা মামলা থেকে ২১ সাংবাদিকের নাম বাদ দিতে এবং অন্যদের মামলায় সম্পৃক্ত না করতে সরকারের প্রধান উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন।

বাদীপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম শফিক জানান, ট্রাক পরিবহণ শ্রমিকদের অর্থ আত্মসাতের মামলায় সাংবাদিক এএইচএম আখতারুজ্জামান ও আমজাদ হোসেন মিন্টুকে আসামি করার কথা নয়। এরপরও করা হলে তদন্তে তারা বাদ পড়বেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম