Logo
Logo
×

সারাদেশ

‘বাইরে থেকে ভিসি দিলে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না’

Icon

দুমকি দ. (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৩ পিএম

‘বাইরে থেকে ভিসি দিলে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না’

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবিতে) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ না দিয়ে বাইরে থেকে দিলে তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি অফিস, বাড়ি, গাড়ি কোনোটাই ব্যবহার করতে পারবেন না তিনি।

এমনটাই দাবি করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এসএম হেমায়েত জাহান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ডেপুটি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী, সহকারী রেজিস্ট্রার মো. রিয়াজ কাঞ্চন শহীদ, ডেপুটি রেজিস্ট্রার ইমরান হোসেন টিটু, অধ্যাপক ড. জিল্লুর রহমান, অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিনের চলার পথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক জ্ঞানে-গরিমায় সেরা তাকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হোক। যার কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরতে পারব। যদি অন্য বিশ্ববিদ্যালয়ের কাউকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় তাহলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি এর চেয়েও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাই শান্ত পরিবেশকে কেউ অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের দাবি না মানা পর্যন্ত লাগাতার বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি চলবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম