কুয়াকাটা যাওয়ার সময় ধানখেতে চলে গেল বাস
যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৩ পিএম
ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে খেতে চলে গেছে। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। সোমবার সকালে পটুয়াখালীর মহিপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা-কুয়াকাটাগামী ইটালি পরিবহণের বাসটি সোমবার সকালে মহিপুরের ইউসুফপুর এলাকায় রাস্তার বাইরে নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে নেমে যায়। এ সময় বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন। এদের কুয়াকাটা এবং কলাপাড়া হাসপাতালে পাঠিয়ে দ্রুত চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পরপরই গাড়ির চালকসহ সুপারভাইজার ও হেলপার পালিয়েছেন।
ঢাকা থেকে আসা ওই বাসের যাত্রী কাওসার বলেন, চালক ঘুমঘুম অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। অপরদিকে বেপরোয়াগতিতে গাড়িটি চালানোর কারণে নিয়ন্ত্রণে রাখতে পারেনি।
মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।