Logo
Logo
×

সারাদেশ

রেলের জায়গা দখল নিয়ে দ্বন্দ্ব

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১২ এএম

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

চট্টগ্রামে রেলের জায়গা দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার রাতে নগরীর খুলশী থানাধীন সেগুনবাগান এলাকার বাগানবাড়িতে এ ঘটনা ঘটে। দুটি পক্ষই বিএনপির সমর্থক বলে জানা গেছে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ মামলা বা অভিযোগ করেননি।

আহতরা হলেন- ইয়াছিন ওরফে কালা, এরশাদ, হাসান, নয়ন, আরিফ ও হৃদয়। তারা সবাই সেগুনবাগান এলাকার বাসিন্দা। এর মধ্যে নয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা, হাসান খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও আরিফ রেলওয়ে শ্রমিক দলের নেতা বলে জানা গেছে।  

স্থানীয় সূত্র জানায়, বাগানবাড়িতে কয়েকদিন আগে রেলওয়ের খালি জায়গা দখল করতে খুঁটি বসান বিএনপি সমর্থক এরশাদ। শনিবার রাত ৮টার দিকে সেখানে যান হাসান, নয়ন, আরিফ ও হৃদয়। এরশাদের খুঁটি উঠিয়ে সেই জায়গা তারা দখলে নিতে চাইলে দুইপক্ষের সংঘর্ষ বাধে। পরে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। 

তবে এরশাদের দাবি, নয়ন ও হাসানসহ বেশ কয়েকজন রেলের জায়গা দখল করতে আসে।  বিষয়টি জানতে চাইলে তারা আমাকে ইট দিয়ে পায়ে আঘাত করে। 

হাসান বলেন, আমরা তাদের জায়গা দখল করতে নিষেধ করি। তখন এরশাদ ও ফারুকসহ বেশ কয়েকজন আমাদের ওপর হামলা করেন।  

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান যুগান্তরকে বলেন, সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম