টঙ্গীতে জুলাই বিপ্লবে নিহত শহিদের স্মরণে কাওয়ালি সন্ধ্যা
টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ পিএম
জুলাই বিপ্লবে দেশের নিহত সব শহিদের স্মরণে এরশাদনগর ছাত্র সমাজের উদ্যোগে রোববার রাতে মজিদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সাংস্কৃতিক ও কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হয়।
সাংস্কৃতিক সন্ধ্যায় সিলসিলা, প্রত্যয়, কলরব, মুসাফির ও কাফেলা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী কাওয়ালি গানের পাশাপাশি হামদ, নাত, দ্রোহের গান এবং ইসলামিক কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৯নং ওয়ার্ডের বাসিন্দা বিএনপি নেতা কামরুল ইসলাম কামু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাসিক সংরক্ষিত ৪৯, ৫০, ৫১নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সেলিনা কাদির, আব্দুল কাদির, জামায়াত নেতা হারুন-অর রশিদ, বাবুল চৌধুরী, বাবুল মিয়া, ফারক হোসেন, আনোয়ার হোসেন, মঞ্জুর আলী, আলাউদ্দিন, আশেক আলী, রমিজ, মিরাজ, স্বপন, নাসির উদ্দীন, মজিবুর মাস্টার, শরীফ গাজী, বাবুল গাজী, মামুন, কামাল, সোহান প্রমুখ।
অনুষ্ঠান শেষে মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।