Logo
Logo
×

সারাদেশ

খাগড়াছড়িতে আলোচিত মামুন হত্যায় মামলা

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম

খাগড়াছড়িতে আলোচিত মামুন হত্যায় মামলা

খাগড়াছড়িতে আলোচিত মামুন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জন পাহাড়ি ও বাঙালিকে আসামি করে মামলা হয়েছে।

আসামিরা হলেন- মো. শাকিল, খাগড়াছড়ির সাবেক পৌর মেয়র মো. রফিকুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান মো. দিদারুল আলম। নিহতের স্ত্রী মুক্তা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মামলাটি দায়ের হয়েছে।

এজাহারে অভিযোগ করেন, গত ১৮ সেপ্টেম্বর ভোররাতে পূর্বশত্রুতার জেরে তার স্বামী মো. মামুনকে অন্য আসামিদের নির্দেশে মো. শাকিল জোরপূর্বক তুলে নিয়ে যায়। সকালে জানতে পারেন তার স্বামীকে হত্যা করা হয়েছে। পরে নোয়াপাড়া এলাকা থেকে মামুনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মামুনের বিরুদ্ধে ১৪টি চুরি ও ২টি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি।

মামুন হত্যাকাণ্ডের ঘটনায় খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতার সূত্রপাত ঘটে। পরে তা রাঙামাটিতেও ছড়িয়ে পড়ে। এতে দুই জেলায় ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম