Logo
Logo
×

সারাদেশ

ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৪ পিএম

ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

প্রতীকী ছবি

ভৈরবে নাসিমা বেগম (৪২) নামের এক গৃহবধূ ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। শুক্রবার গভীর রাতে নিজ বাসায় ইদুঁরের বিষ খাওয়ার পর তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তিনি মারা যান। নাসিমা উপজেলার শ্রীনগর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মোস্তাক আহমেদের স্ত্রী। 

শনিবার সকালে খবর পেয়ে পুলিশ তার বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় আনার পর লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়।

প্রতিবেশীরা জানান, নাসিমার স্বামী অসুস্থ এবং ছেলে নেশা করে। সংসার চালাতে গিয়ে গৃহবধূ অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। সুদে আসলে এ টাকা পাওনাদারদেরকে দিতে পারছিলেন না। কয়েকদিন যাবত পাওনাদাররা তাকে টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করছিলেন। ঋণের চাপ সহ্য করতে না পেরে শুক্রবার মধ্যরাতে বিষপান করে তিনি আত্মহত্যা করেন।

ভৈরব থানার ওসি মো. হাসমত উল্লাহ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করার পর লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়েছে। পরিবার ও প্রতিবেশী সূত্র জানায়, ঋণের চাপ সহ্য করতে না পেরে তিনি বিষপানে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম