Logo
Logo
×

সারাদেশ

ঝালকাঠি বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম

ঝালকাঠি বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ঝালকাঠিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ৫ আগস্ট এক আইনজীবীর বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, স্বর্ণালংকারসহ নগদ ৪ লাখ টাকা লুটের ঘটনায় সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়েরসহ ১৫ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। 

২০ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের প্রবীণ আইনজীবী আলী হায়দার কাওসারের ছেলে ব্যারিস্টার এসএম রইস হায়দার বাদী হয়ে এ মামলা করেন। ঝালকাঠি থানার ওসি শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার বিবরণে বলা হয়, জমিজমা সংক্রান্ত মামলায় পরাজিত হওয়ার আক্রোশে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়েরের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা গত ৫ আগস্ট বিকালে বাদীর বসতবাড়িতে হামলা চালায়। 

আসামিরা তাদের কাচারি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং বসতঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে বিশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। 

এ ব্যাপারে বাদী ব্যারিস্টার এসএম রইস হায়দার বলেন, আমরা কোনো দলীয় রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও আসামিরা আমাদের সম্পত্তি দখল করতে না পেরে ব্যক্তিগত আক্রোশে এ হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। আমি আইনের আশ্রয় নেওয়ার পর প্রধান আসামি ও তার সহযোগীরা আমাকে ও আমার পরিবারকে খুন-জখমের হুমকি দিচ্ছে। 

হামলার ঘটনা অস্বীকার করে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের বলেন, ৫ আগস্ট আমি ঝালকাঠি শহরে ছিলাম, গ্রামের বাড়িতে যাইনি। আমার বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম