Logo
Logo
×

সারাদেশ

ভারতে পাচারের সময় ২২ লাখ টাকার ইলিশ জব্দ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম

ভারতে পাচারের সময় ২২ লাখ টাকার ইলিশ জব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি।  ইলিশগুলো ভারতে পাচার করা হচ্ছিল।  

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজারের সীমান্ত এলাকার বাঁশতলা থেকে শনিবার ভোরে ইলিশগুলো জব্দ করা হয়। যেগুলোর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ইলিশের এ চালান জব্দ করা হয়। আটক ইলিশ স্থানীয় কাস্টমসে জমা করে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম