Logo
Logo
×

সারাদেশ

অবরোধে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্টগ্রামের যোগাযোগ বন্ধ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ পিএম

অবরোধে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্টগ্রামের যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়িদের ওপর হামলা, খুন ও বিহার-ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধ চলছে।

অবরোধের প্রথম দিনে খাগড়াছড়িতে যান চলাচল বন্ধ রয়েছে।  এতে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।  এছাড়া খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়ি ও মাটিরাঙাসহ আন্তঃউপজেলাগুলোতে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 

ঢাকায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার আয়োজিত সমাবেশ থেকে ঘোষিত তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে ইউপিডিএফ।  

শুক্রবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষারিত প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ সমর্থন জানিয়েছে।

অবরোধের সমর্থনে শনিবার সকালে খাগড়াছড়ি সাজেক সড়ক, পানছড়ি ও রামগড় সড়কে টায়ার জ্বালায় অবরোধকারীরা। 

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, অবরোধে জনজীবন স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা সদর ও উপজেলাগুলো পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির টহল রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম