মধুপুরে দুই মামলার আসামি ইউপি চেয়ারম্যান আটক
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ এএম
চেয়ারম্যান ফজলুল হক
টাঙ্গাইলের মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আক্রমণের অভিযোগে করা দুই মামলার আসামি ইউপি চেয়ারম্যান ফজলুল হককে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগ নেতা ও কুড়াগাছা ইউনিয়নের দ্বিতীয়বারের নির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক পুলিশী অভিযানে আটক হয়েছেন।
গত ৪ আগস্টে আন্দোলনকারীদের উপর আক্রমণ করার দায়ে করা দুটি মামলায়ই তিনি আসামি। ঘটনার ১৬ দিন পর ২১ আগস্ট থানায় প্রথম মামলা হয়। আহত ছাত্র সৈকতের বাবা আনোয়ার হোসেনের করা বিভিন্ন ধারাসহ দ্রুত বিচার আইনের ওই মামলায় আটক চেয়ারম্যান ফজুলল হক ৩৫ নম্বর আসামি। আক্রমণে ভাগ্নে আহত হওয়ায় মামা আব্দুর রহমানের করা ৪ সেপ্টেম্বরের দ্বিতীয় মামলায় আটক ফজলুল হক ১৮ নম্বর আসামি।
মধুপুর থানার সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) ইমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক ফজলুল হককে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি জানান, আসামি আটকের অভিযান অব্যাহত থাকবে।