Logo
Logo
×

সারাদেশ

জোড়া পিস্তল নিয়ে গুলি চালানো রুবেল আরও ৭ দিনের রিমান্ডে

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম

জোড়া পিস্তল নিয়ে গুলি চালানো রুবেল আরও ৭ দিনের রিমান্ডে

জোড়া পিস্তল নিয়ে রাজশাহীতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি চালানো শীর্ষ সন্ত্রাসী জহিরুল হক রুবেলকে (৩৫) আরেকটি হত্যা মামলায় আরও ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক তার এ রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ রিমান্ড চেয়েছিল ১০ দিন।

এর আগে রুবেলকে রাজশাহী কলেজের শিক্ষার্থী ও শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। এ রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তোলে পুলিশ। পরে সাকিব আনজুম হত্যা মামলায় তার রিমান্ড চাওয়া হয়।

আলী রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নগরীর বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তাজউদ্দিন বলেন, আমার মামলায় জিজ্ঞাসাবাদ শেষে রুবেলকে আদালতে হাজির করা হলে সাকিব আনজুম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফুল ইসলাম তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক ফয়সাল তারেক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহীতে শীর্ষ আওয়ামী লীগ নেতাদের মদদপুষ্ট রুবেলের বাড়ি নগরীর চণ্ডীপুর এলাকায়। যুবলীগের এই কর্মীকে গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার ওপর দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালাতে দেখা যায়। ৫ আগস্টের ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এর মধ্যে গুলিবিদ্ধ দুই শিক্ষার্থী মারা যান। গত ১৩ আগস্ট রাতে কুমিল্লা থেকে রুবেলকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাকে রাজশাহীতে নেওয়া হয়।

বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রুবেলকে আদালতে নেওয়া এবং বের করার সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে ঘিরে ধরেন। তারা রুবেলকে লক্ষ্য করে ডিম, ইটপাটকেল ও জুতা নিক্ষেপ শুরু করেন। এ সময় ভিডিও ধারণ করতে গেলে দুই সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। একজনের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম