ভারতের সঙ্গে মিল রেখে মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় নির্ধারণের দাবি
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন সময় মাছধরার ওপর দেওয়া নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে মিল রেখে নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছেন জেলেরা।
বৃহস্পতিবার সকালে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সূর্যমুখী ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সূর্যমুখী বাজার ও মাছঘাটের সভাপতি মো. আলাউদ্দিন, মাছ ব্যবসায়ী মো. আশ্রাফ মিয়া, ফয়জুর রহমান নান্টু, ও ট্রলার মালিক মো. সালাউদ্দিনসহ প্রায় ৫ শতাধিক জেলে, ব্যবসায়ী ও ঘাট শ্রমিকরা।
জেলেদের দাবি নিষেধাজ্ঞার সময় বাংলাদেশের জেলেরা মাছধরা থেকে বিরত থাকলেও ভারতসহ বিভিন্ন দেশের জেলেরা এ দেশের জলসীমায় এসে মাছ শিকার করে নিয়ে যায়। এ বিষয়ে বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তরে বলার পরও কোনো ফল পাওয়া যায়নি।
জেলেদের দাবি, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা পাশের দেশ ভারতের সঙ্গে মিল রেখে নির্ধারণ করা হোক। এছাড়া মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার সময় কমিয়ে ১২ দিন করার দাবি জানান তারা।