সাবেক পার্বত্য প্রতিমন্ত্রীর নামে অন্তত দেড় ডজনের বেশি মামলা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান করে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে দায়ের করা হয়েছে।
এ নিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা ও তার সহযোগীদের নামে অন্তত দেড় ডজনের বেশি মামলা হয়েছে।
বুধবার বিএনপি নেতা নুরুল ইসলাম বাদী হয়ে দীঘিনালা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়।
মামলার অপর উল্লেখযোগ্য আসামিরা হচ্ছেন- খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভা সাবেক মেয়র মো. রফিকুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল আলম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালে ২০ জুলাই বিএনপির উপজেলা কার্যালয়ে আসামিরা হামলা করে। এ সময় আসামিরা লুটপাট ও ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়।