সিলেটে যুবলীগ নেতার অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ পিএম
যুবলীগ
সিলেটে গত ১৫ বছর নানা অপকর্ম ও মানুষকে হয়রানি করা যুবলীগ নেতা আলমগীর হোসেন এখন জনতার রোষানল থেকে নিজেকে রক্ষায় মিথ্যাচারের কৌশল নিয়েছেন। একইসঙ্গে প্রতিপক্ষকে আওয়ামী লীগের তকমা এবং মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি করছেন।
বুধবার সিলেট প্রেস ক্লাবে পালটা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিলেট নগরের ৩৮ নম্বর ওয়ার্ডের সাহেবেরগাঁও-এর বাসিন্দা আকমল হোসেন। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে আলমগীর সিলেট মহানগর আওয়ামী যুবলীগ নেতা। তার বাবা সুন্দর আলী একজন প্রভাবশালী ব্যক্তি। জমিজমার জাল দলিল, জবরদখলসহ তাদের নানা অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ।’
আলমগীর নগরীর টুকের বাজারস্থ তেমুখীতে তার নিজস্ব এক সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিল। এই বাহিনী দিয়ে এলাকার চাঁদাবাজি ও মাদকের নিয়ন্ত্রণ করত। আকমল অভিযোগ করেন, ২০১৯ সালে নিজ ব্যবসা প্রতিষ্ঠান মামুন অটো ট্রেডার্সে অবস্থানকালে হামলার শিকার হন।
গত ১৪ আগস্ট সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আলমগীর হোসেন মিথ্যাচার করেছেন অভিযোগ করে তিনি বলেন, বিগত ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর দেশের অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে।