Logo
Logo
×

সারাদেশ

গুলি করে হত্যা, মেহেরপুরে সাবেক পুলিশ সুপারের নামে মামলা

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ এএম

গুলি করে হত্যা, মেহেরপুরে সাবেক পুলিশ সুপারের নামে মামলা

মেহেরপুর

মেহেরপুরের সাবেক পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে ১৭ সেপ্টেম্বর মেহেরপুর আমলি আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। মামলাটি দায়ের করেছেন নিহত আব্দুল জব্বারের ছেলে আব্দুল মালিথা।

আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানায় এফআইআরের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী কামরুল ইসলাম।

মামলায় এজাহারনামীয় ২৬ জন আসামির মধ্যে রয়েছেন- তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোমিন মজুমদার, সদর থানার এসআই শরজিদ কুমার ঘোষ, ওসি তদন্ত তরিকুল ইসলাম, এসআই গাজী ইকবাল হোসেন, কনস্টেবল সাধন কুমার ও নারদ কুমার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও আওয়ামী লীগের সম্পাদক মোমিনুল ইসলাম।

মামলার আর্জিতে বলা হয়েছে, ২০১২ সালের ৩০ ডিসেম্বর আব্দুল জব্বারের পাশাপাশি তার ছেলেকেও পুলিশ (মামলার বাদী) গ্রেফতার করে সদর থানা হাজতে রাখা হয়। ছেলেকে একটি মামলায় আদালতে সোপর্দ করা হলেও বাবা আব্দুল জব্বারকে শারীরিক এবং মানসিক নির্যাতন শেষে বুকে-পিঠে গুলি করে হত্যা করা হয়। ঘটনার দুই মাস পর বাদী জামিনে মুক্তি পেয়ে সাক্ষীদের কাছ থেকে হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পারেন।

প্রসঙ্গত, মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মুহাম্মদ সাইফুল ইসলামকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে ৬ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন তার ভাই। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক এই পুলিশ সুপারকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম