রংপুরের আ.লীগ নেতা তুষার কান্তি গ্রেফতার
রংপুর ব্যুরো
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম
আটক
রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে গ্রেফতার করেছে র্যাব-৪।
চার হত্যা মামলায় মঙ্গলবার ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৩ এর মিডিয়া উইং কর্মকর্তা সালমান নুর আলম।
জানা গেছে, তুষার কান্তি মন্ডল রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রংপুর সমবায় ব্যাংকের চেয়ারম্যান। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তুষার কান্তিসহ অধিকাংশ নেতাকর্মী।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের রংপুরে চারটি হত্যা মামলা হয়েছে। গ্রেফতারের পর তাকে র্যাব-১ এর নিকট হস্তান্তর করা হয়। তাকে নিয়ে র্যাব-১৩ এর সদস্যরা রংপুরের উদ্দেশে রওনা দিয়েছেন।