চট্টগ্রাম কাস্টমসে যোগ দিলেন নতুন কমিশনার জাকির হোসেন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
চট্টগ্রাম কাস্টমসের নতুন কমিশনার হিসেবে যোগ দিয়েছেন মো. জাকির হোসেন। ১৫ সেপ্টেম্বর তিনি কাস্টমস কমিশনার হিসেবে যোগ দিলেও মঙ্গলবার থেকে কার্যক্রম শুরু করেছেন। এর আগে তিনি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম কাস্টমসে তিনি মো. ফাইজুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। অপরদিকে মো. ফাইজুর রহমানকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (ঢাকা) দক্ষিণে বদলি করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মো. আহসান উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাকির হোসেনকে নিয়োগ দেওয়া হয়।
এদিকে নতুন কমিশনার মঙ্গলবার অফিস শুরুর প্রথম দিনে তার কার্যালয়ে যুগান্তরকে বলেন, আইন ও বিধিবিধানের মধ্যে থেকে যথাযথ শুল্ক আদায় করতে পারলে কেউ ভিকটিমাইজ হবে না। শুল্ক আদায়ের ক্ষেত্রে ন্যায্যতা ও স্বচ্ছতার ওপর জোর দেবেন তিনি। বাড়তি বা অতিরিক্ত রাজস্ব আদায় করা তাদের উদ্দেশ্য নয়। কম রাজস্ব আদায় হোক সেটাও তিনি চান না। একইসঙ্গে যেকোনো ফাইলে দ্রুত সঠিক সিদ্ধান্ত প্রদান করার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সেটা হোক পজিটিভ অথবা নেগেটিভ। রাষ্ট্র বা ব্যবসায়ী- দুইপক্ষের কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, উভয়েই যাতে উপকৃত হয় সেদিকেই তার বিশেষ নজর থাকবে।
কমিশনার আরও বলেন, শুল্কায়নের ক্ষেত্রে কিছু টেকনিক্যাল সমস্যার উদ্ভব হয়। অদক্ষ বা নতুন কর্মকর্তাদের অনেকে বিষয়গুলো বুঝে উঠতে পারেন না। এ ক্ষেত্রে সিনিয়র ও অভিজ্ঞ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জটিলতা নিরসনের নির্দেশনা প্রদান করা হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে ফাইল আটকে রাখা, ব্যবসায়ী বা আমদানিকারকদের হয়রানির কোনো প্রমাণ কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কমিশনার।