Logo
Logo
×

সারাদেশ

আরও এক বাংলাদেশির ভিসা বাতিল করল ভারত

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭ পিএম

আরও এক বাংলাদেশির ভিসা বাতিল করল ভারত

কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের হোসেন মেম্বারের ছেলে ইসলাম শাহিদুল ১১ সেপ্টেম্বর ভারত ভ্রমণে যান। ১৩ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিটে তিনি কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যান দুবাই যাওয়ার উদ্দেশ্যে। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেন এবং তার মোবাইল ফোন নিয়ে চেক করে ভিসা বাতিল সিল মেরে দেয় ইমিগ্রেশন। 

ইসলাম শাহিদুল বলেন, আমি ১৩ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিটে কলকাতা নেতাজী সুভাসচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাই দুবাই যাওয়ার উদ্দেশ্যে; এ সময় ইমিগ্রেশন পুলিশ আমাকে আটক করে আমার মোবাইল ফোন নিয়ে নেয়, প্রায় দুই ঘণ্টা আমার মোবাইল ফোন চেক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোস্ট পায় এবং এত ঘন ঘন ভারত আসিস কেন? এই কথা বলে আমার ভিসা ক্যানসেল সিল মেরে দেয়। পরে আমি দুবাই চলে যাই। 

ইসলাম শাহিদুল বলেন, আমার ভিসার মেয়াদ ছিল ৩১/১০/২০২৪ পর্যন্ত। 

ইসলাম শাহিদুলের দাবি, তার ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোস্ট এবং বিএনপি নেতাদের সঙ্গে ছবি থাকায় তার ভিসা বাতিল করে দিয়েছে। পরে তিনি দুবাই চলে যান এবং ১৬ সেপ্টেম্বর রাতে বাড়িতে আসেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম