Logo
Logo
×

সারাদেশ

অবরোধের তিন ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম

অবরোধের তিন ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকেরা। দুপুর সাড়ে ১২ টায় শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। 

মঙ্গলবার বেলা ১ টায় গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, দুপুর সাড়ে ১২ টায় বকেয়া বেতনের আশ্বাস পেয়ে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করলে যানচলাচল স্বাভাবিক হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনী যোগ দিয়ে শ্রমিকদের দাবি আদায় করতে সহযোগিতা করে। 

এর আগে সকাল সাড়ে নয়টায় টঙ্গীর খাঁপাড়া রোডের মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন ঘন্টা বন্ধ থাকার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বড় যানজটের সৃষ্টি হয়। ফলে হাজারো যাত্রীর ভোগান্তি পোহাতে হয়। এ সময় অনেক গণপরিবহণ বিকল্পপথে যাতায়াত করলে অন্য সড়কগুলোতেও যানজট লাগে। 

প্রসঙ্গত, টঙ্গী পশ্চিম থানাধীন খাঁপাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেড নামক পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল ৮টায় কারখানার সামনে খাঁ পাড়া শাখা রোডে বিক্ষোভ করে। এরপর সাড়ে ৯টার দিকে মিছিল সহকারে রোডের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। 

এ বিষয়ে কারখানার মালিক বাহা উদ্দিন চৌধুরী বাকের বলেন, বেতন দেওয়া হয়েছে। ব্যাংকিং চ্যানেলে সমস্যার কারণে তারা বেতন হাতে পায়নি। তাই মহাসড়ক অবরোধ করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম