পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রিকে হত্যা
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ পিএম
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ভবন নির্মাণের পাওনা টাকা চাওয়ায় মিজান (২৫) নামের এক রাজমিস্ত্রিকে হত্যা করা হয়েছে। রোববার উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের আবুল মুন্সীর বাড়ি পাশে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, গাজীপুর জেলার রাজমিস্ত্রি শাহাদাত (১৯) ও ঠাকুরগাঁও জেলার রাজমিস্ত্রি নিহত মিজান (২৫) উপজেলার শিমুলিয়া গ্রামের আবুল মুন্সীর বাড়িতে থেকে তার বাড়ির ভবন নির্মাণ কাজ করছিলেন। এ সময় ভবন নির্মাণের ঠিকাদার রাজমিস্ত্রি শাহাদাত ও রাজমিস্ত্রি মিজানের সঙ্গে মজুরির পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহাদাত হাতুড়ি দিয়ে মিজানের মাথায় একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মিজান মারা যান।
পরে শাহাদাত মিজানের মরদেহ ঘর থেকে টেনে বাড়ির পাশের পুকুরে নিয়ে যেতে থাকলে আবুল মুন্সীর বাড়ির এক নারী দেখে ফেলেন। ওই নারী আশপাশের লোকজনকে খবর দিলে আশপাশের লোকজন এসে ঘাতক শাহাদাতকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম জানান- নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শাহাদাত নামের একজনকে আটক করা হয়েছে।