Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় বিএনপির সমাবেশে ককটেল হামলা, আহত ২

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ পিএম

বগুড়ায় বিএনপির সমাবেশে ককটেল হামলা, আহত ২

বগুড়ার নন্দীগ্রামের ভাটরা ইউনিয়ন বিএনপির সমাবেশে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর বাজারসংলগ্ন স্কুল মাঠে এ ঘটনা ঘটে। এ সময় ছোটাছুটি করতে গিয়ে ছাত্রদলের দুই নেতা আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। এ হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে।

নন্দীগ্রামে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও অন্যরা জানান, শনিবার বিকাল ৪টার দিকে কুমিড়া পন্ডিতপুকুর বাজারসংলগ্ন স্কুল মাঠে ভাটরা ইউনিয়নের বিএনপির সমাবেশ শুরু হয়।

প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আল হেলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, জহুরুল মাস্টার, আলেকজান্ডার, শফিউল আলম সুমন, শফিকুল ইসলাম প্রমুখ।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সমাবেশ শেষ হওয়ার পরপরই নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে দুটি ককটেলের বিস্ফোরণ হলে আতঙ্কিত নেতাকর্মীরা ছোটাছুটি করতে থাকেন। এ সময় দুই ছাত্রদল নেতা আহত হন। পরে পুলিশ স্কুল মাঠসংলগ্ন টাইগার ক্লাবের সামনে থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে।

রোববার সকালে নন্দীগ্রাম থানার ওসি আলমগীর হোসেন জানান, দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে; ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি। মামলা দিলে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দ্রীয় কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন দাবি করেছেন, এ হামলার সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত। প্রকৃত জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যাসহ বিভিন্ন মামলা মাথায় নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ নেতাকর্মীরা আত্মগোপন করেছেন। গ্রেফতার ও হয়রানি এড়াতে সর্বস্তরের নেতাকর্মীরা এলাকাছাড়া। তাই এ ব্যাপারে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, আগে আওয়ামী লীগ যা করেছে, এখন বিএনপিও তাই করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম