শিশু ধর্ষণের দায়ে বান্দরবানে যুবকের যাবজ্জীবন
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম
বান্দরবানে ৮ বছরের কন্যা শিশুকে ধর্ষণের দায়ে হারুন মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার বেলা ১১টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন হারুন মিয়া (৩৮)। তিনি বান্দরবানের লামা ফাইতং ইউপির ৫ নম্বর ওয়ার্ড সুতাবাদীপাড়া এলাকার মৃত রতন খানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ এপ্রিল ধর্ষণের শিকার কন্যাশিশু (৮) পার্শ্ববর্তী রহিম খাঁর মুদি দোকানে শ্যাম্পুর জন্য গেলে একা পেয়ে অভিযুক্ত হারুন তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ২০২১ সালের ২ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে লামা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বাসিং থোয়াই মারমা জানান, হারুন মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক এ কারাদণ্ড ও জরিমানা প্রদানের আদেশ দেন।