Logo
Logo
×

সারাদেশ

ওষুধ নিয়ে ফেরা হলো না হোসনে আরার, মহিষের গুঁতায় মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ পিএম

ওষুধ নিয়ে ফেরা হলো না হোসনে আরার, মহিষের গুঁতায় মৃত্যু

ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে মহিষের গুঁতায় হোসনে আরা বেগম (৬২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার কামড়াবন্দ গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

তিনি উত্তর বড়দল ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মনা মিয়া সিকদারের স্ত্রী। 

রাতে গুরুতর আহতাবস্থায় ওই নারীকে চিকিৎসার জন্য নিয়ে গেলে সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালে পৌঁছার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শনিবার রাতে মনা মিয়া সিকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমার স্ত্রী হোসনে আরা বেগম বাদাঘাটবাজার থেকে ওষুধ নিয়ে শনিবার সন্ধ্যায় বাড়ি ফিরছিল। পথে তাকে একটি মহিষ শিং দিয়ে মাথায় গুঁতা দেয়। 

উপজেলার কামড়াবন্দ গ্রামের আব্দুল জলিলের ছেলে উজ্জ্বল মিয়া বলেন, যে মহিষ গুঁতা দিয়েছে সেই পশুটি মূলত আমার। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দাবি করে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম