Logo
Logo
×

সারাদেশ

ভারতে পালানোর সময় শ্রীমঙ্গলে আ.লীগ নেতা আটক

Icon

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ এএম

ভারতে পালানোর সময় শ্রীমঙ্গলে আ.লীগ নেতা আটক

ভারতে পালানোর সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বিএম সিরাজুল ইসলামকে শ্রীমঙ্গলে আটক করেছে পুলিশ। 

শনিবার বিকাল ৩টার দিকে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন পিপিএমের (সেবা) নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রাধানগর এলাকায় অভিজাত প্যারাগন রিসোর্টে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার সঙ্গে স্ত্রী-সন্তানসহ পরিবারের ১০ সদস্য অবস্থান করেছিলেন রিসোর্টিতে। 

পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের মুগদা এলাকার বর্তমান কাউন্সিলর ও ঢাকা মহানগর আ.লীগের সাবেক সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি। এছাড়া তিনি কেন্দ্রীয় আ.লীগ নেতা সাবের হোসেনের ডান হাত বলে জানা গেছে। 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ও তাদের ওপর হামলা-নির্যাতনসহ একাধিক মামলার আসামি সিরাজুল ইসলাম। রিসোর্টে এ অভিযান পরিচালনা করার সময় সেনাবাহিনীর সদস্যরাও যোগ দেন। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম