Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে প্রতিবাদ সভা

ভারতকে বুঝতে হবে ছোট হলেও আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫ এএম

ভারতকে বুঝতে হবে ছোট হলেও আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে শনিবার কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে জনসভা করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। 

আন্দোলনের জেলা সমন্বয়ক খন্দকার আরিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক, বিশেষ অতিথি ছিলেন ন্যায়পাল রায়হান কবীর এবং  লেখক ও গণবুদ্ধিজীবী নাহিদ হাসান নলেজ। 

এ সময় বক্তারা বলেন, ভারতকে বুঝতে হবে ছোট হলেও আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ফেলানী থেকে স্বর্ণা কিংবা জয়ন্ত এভাবে নির্বিচারে ভারতের হত্যাকে আমরা আর মেনে নিতে পারছি না। 

বর্তমান অভ্যন্তরীণ সরকারকে বলতে চাই, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তবে বন্ধুত্বের বদলে গুলি বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশের সীমান্তে ভারতীয় আগ্রাসন বন্ধের জোর দাবি জানাই। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম