Logo
Logo
×

সারাদেশ

গোপালগঞ্জে দিদার হত্যায় গাজীপুরে বিক্ষোভ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ পিএম

গোপালগঞ্জে দিদার হত্যায় গাজীপুরে বিক্ষোভ

গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়িতে আওয়ামী লীগের হামলা ও স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে শনিবার বিকালে এ বিক্ষোভ মিছিল করা হয়। 

মিছিলটি জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। 

এতে উপস্থিত ছিলেন-স্বেচ্ছাসেবক দল নেতা কামরুজ্জামান কাজল, নজরুল ইসলাম, মান্নান মন্ডল, নূরুজ্জামান, জহিরুল ইসলাম, আজিজুল হক, হারুনুর রশিদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। 

এদিকে সকালে একই ঘটনার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না ও সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওনের নেতৃত্বে নগরীর রাজবাড়ি রোডে পৃথক আরেকটি বিক্ষোভ  মিছিল বের হয়। 

মিছিল শেষে নেতারা বক্তৃতায় বলেন, ভয়ানক নৃশংস খুনী হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা রয়ে গেছে। অবিলম্বে মিছিলে হামলা ও হত্যায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের শাস্তি দিতে হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম