ছাত্র আন্দোলনে নিহত, ১ মাস পর উঠানো হলো মাসুদের লাশ
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম
প্রতীকী ছবি
দাফনের এক মাস ৮ দিন পর কবর থেকে উত্তোলন করা হলো ফেনীর মহিপালে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সরোয়ার জাহান মাসুদের লাশ। আদালতের নির্দেশে তার মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর জায়লস্কর এলাকার মীর বাড়ির কবরস্থান থেকে মাসুদের মরদেহ তোলা হয়।
লাশ উত্তোলনের সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, মামলার তদন্ত কর্মকর্তা এসআই বেলাল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ নিহত মাসুদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
তদন্ত কর্মকর্তা বেলাল জানান, আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের জন্য মাসুদের লাশ কবর থেকে উত্তোলন করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে রাতেই পুনরায় লাশ দাফন করা হবে।
মাসুদ উত্তর জায়লস্কর মীর বাড়ির মো. শাহাজাহান টিপুর বড় ছেলে। তিনি ফেনী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী। গত ৪ আগস্ট ফেনী শহরের মহিপালে ছাত্র-জনতার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে মারা যান মাসুদ। মাসুদ হত্যার ঘটনায় ১৫ আগস্ট তার মা বিবি কুলসুম ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।
মামলায় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩৫ জনের নাম উল্লেখ করে ও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়।