Logo
Logo
×

সারাদেশ

দিনাজপুরে শেখ হাসিনার বিরুদ্ধে আরেক মামলা

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ এএম

দিনাজপুরে শেখ হাসিনার বিরুদ্ধে আরেক মামলা

দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার কোতোয়ালি থানায় মামলাটি করেন দিনাজপুর সদর উপজেলার রাজবাটি এলাকার এবিএম সিদ্দিকের ছেলে মো. ফাহিম ফয়সাল। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন।

মামলার এজাহারে বাদী ফাহিম ফয়সাল উল্লেখ করেন, ৪ আগস্ট দুপুরে দিনাজপুর শহরের জেনারেল হাসপাতাল মোড়ে হাজার হাজার ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ শান্তিপূর্ণ আন্দোলন করছিল। এ সময় আওয়ামী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা করে। এতে ফাহিম ফয়সালসহ ৩০-৪০ জন গুরুতর আহত হন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছেন-সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক মোমিনুল, আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ শাহ আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর যুবলীগের নোওশাদ ইকবাল কলিংশ, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর যুবলীগের সভাপতি রমজান, নয়নপুর এলাকার রেজাউল করিম রেজা, ১নং ইউনিয়ন আওয়ামী লীগের জর্জেস সোহেল, ৫নং ইউপি চেয়ারম্যান মো. রানা প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম