বগুড়ার পল্লীতে ফুটবল খেলা নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রিয়াদ (১৬) নামে এক ছাপাখানা কর্মচারী নিহত হয়েছে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলা কৈচর মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।
ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন জানান, হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে ৮টার দিকে রিয়াদ মারা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রিয়াদ বগুড়া সদর উপজেলার কৈচর মধ্যপাড়া গ্রামের মৃত তারা ফকিরের ছেলে। সে শহরের একটি ছাপাখানায় কাজ করত। শুক্রবার বিকালে কৈচর মাদ্রাসা মাঠে মালগ্রাম ও কৈচর গ্রামের তরুণ-যুবকদের মাঝে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলার প্রথমার্ধে মালগ্রাম ফুটবল দল এক গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে গোল দেওয়া নিয়ে দর্শকদের মাঝে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে মারপিট ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষরা রিয়াদকে উরুর উপর ছুরিকাঘাত করে। আহত হন আরও অন্তত পাঁচজন। আহতদের মধ্যে রিয়াদ ও মো. সিয়াম নামে একজনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন জানান, রাত সাড়ে ৮টার দিকে রিয়াদ মারা যান।