কাহহার আকন্দের বিরুদ্ধে আরেক হত্যা মামলা
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ এএম
কিশোরগঞ্জে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহহার আকন্দের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়।
জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান বাবলুর (আনারস) কর্মী মো. সুজন মিয়াকে হত্যা করা হয়। ওই ঘটনায় সুজনের ভাই মো. মিলন মিয়া বাদী হয়ে মামলা করেন। আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র অভিযোগ গ্রহণ করে কটিয়াদী মডেল থানার ওসিকে এফআইআর হিসাবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।
মিলন মিয়া কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের সতরদ্রোন গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে। কাহহার আকন্দ একই ইউনিয়নের পূর্বপুরুড়া গ্রামের মৃত মেহেদী আকন্দের ছেলে। গত নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তিনি প্রতিদ্ব›িদ্বতা করেছিলেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জানান, এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে দুজনকে পুড়িয়ে হত্যা মামলায়ও কাহহার আকন্দকে আসামি করা হয়েছিল।